পপি রিকলের এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
বেসরকারী সংস্থা পপি রিকল প্রকল্পের উদ্যোগে আজ মঙ্গলবার নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক লবি ও এ্যাডভোকেসি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পপি রিকল প্রকল্পের নিকলী উপজেলা সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হাসনাত মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীন আলম, নিকলী প্রেস কাব সভাপতি এম হাবিবুর রহমান, গুরই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন ও নির্মল চন্দ্র দেবনাথ প্রমুখ। উক্ত কর্মশালায় পপি রিকল প্রকল্পের ছাতিরচর ও গুরই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিও প্রদর্শন করা হয়। কর্মশালায় রিকলের সিবিও সদস্য ইউপি সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

popy_recall

Similar Posts

error: Content is protected !!