ধামইরহাটে রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় রামনারায়নপুর ফুটবল মাঠে ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় সাপাহার বরেন্দ্র ফুটবল একাদশ ও ধামইরহাট ফুটবল উন্নয়ন ক্লাব অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান, ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, রামনারায়নপুর একতা ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আবু সালেহ, সাপাহার বরেন্দ্র ফুটল একাদশের টিম লিডার আসাদ মন্ডল, ধামইরহাট ফুটবল উন্নয়ন ক্লাবের সভাপতি হানজালা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, মেহেদী সরকার, সুফল রায়, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, ক্রীড়াপ্রেমী উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় উভয় দল ১টি করে গোল করে সমতা আনলে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত দেয় রেফারি। সেখানেও উভয় দল ৮টি করে গোল করে খেলায় দ্বিতীয়বার সমতা আনলে পরবর্তীতে আবারও খেলার সিদ্ধান্ত গৃহিত হয়।

Similar Posts

error: Content is protected !!