নিকলী হাওরে গোসলে নেমে দুই পর্যটক নি‌খোঁজ

আমাদের নিকলী ডেস্ক ।।

কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌ হাওরে ঘুর‌তে গি‌য়ে পানিতে ডুবে দুই পর্যটক নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদী‌তে তা‌রা নি‌খোঁজ হন।

‌নি‌খোঁজ দুই পর্যটক হলেন- গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে আলমগীর (২০) ও কুমিল্লার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে রনি (২২)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সি‌দ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালের দি‌কে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি নৌকায় ক‌রে ৬০ জনের এক‌টি দল হাওরে ঘুরতে যান। দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদী‌তে গোসল করতে পানিতে নামেন অনেকে। এসময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ হন।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নি‌খোঁজ ওই দুই পর্যটককে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

 

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!