আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই পর্যটক নিখোঁজের একদিন পর দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় পর্যটক আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে একই এলাকা থেকে উদ্ধার করা হয় রনি (২২) নামে আরেক পর্যটকের মরদেহ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে। অপর দিকে আলমগীর (২০) গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে।
গত শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে তারা নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার দুই ঘণ্টার ব্যবধানে হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় দুই পর্যটকের মরদেহ।
সূত্র : জাগোনিউজ২৪