আমাদের নিকলী ডেস্ক ।।
এঁর কথা কি সালমান খান জানেন? হয়তো জানেন না। কারণ নিন্দুকরা বলছেন, জানলে এত দিনে তাঁর বলিউডের নায়িকা হওয়া কেউ ঠেকাতে পারত না।
ক্যাটরিনা কাইফের মতো দেখতে এই অভিনেত্রীকে নায়িকা বানিয়ে অন্তত একটি সিনেমা করতেনই “ভাইজান”। যেমন এর আগে স্নেহা উল্লাল বা জারিন খানের সঙ্গে করেছেন। দু’জনেই ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকাদের “জমজ”।
নাম আলিনা রাই। ক্যাটরিনার হুবহু এই অভিনেত্রীর অবশ্য বলিউড অভিষেক হয়ে গিয়েছে। “লখনউ জংশন” নামে একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। যদিও করোনা পরিস্থিতিতে সেই ছবি সিনেমা হলের মুখ দেখেনি।
তবু ক্যারিয়ারের জন্য ক্যাটরিনায় ভর করতে নারাজ আলিনা। ওই অভিনেত্রী জানিয়েছেন, ক্যাটরিনার মতো দেখতে বলে নয়, অভিনয়ের জোরেই বলিউডে প্রতিষ্ঠিত হতে চান তিনি।
যদিও ইনস্টাগ্রাম বা টিকটকে অভিনেত্রীর ফলোয়ারদের মত, অভিনয় এবং রসবোধে তিনি ক্যাটরিনার থেকে অনেক এগিয়ে। বলিউডে ঠিকমতো সুযোগ পেলে ক্যাটরিনাকেও টেক্কা দেবেন বলে দাবি তাঁদের।
ইনস্টাগ্রাম রিল বা টিকটকে নিয়মিত নিজের ভিডিও দেন এই অভিনেত্রী। সেই সব ভিডিওর দর্শক লাখের ওপর। ইনস্টাগ্রামে আলিনার ফলোয়ারও আড়াই লক্ষ ছুঁইছুঁই।
আলিনার বয়স ২৫। জনপ্রিয়তায় না হলেও উচ্চতা আর ওজনে প্রায় ক্যাটরিনার সমান আলিনা। ক্যাটরিনা ১.৬৮ মিটার, ওজন ৫৫ কেজি। আলিনাও ৫৫ কেজি। তবে উচ্চতা ১.৬৭ মিটার।
শরীরচর্চা নিয়ে একনিষ্ঠ বলে বলিউডে ক্যাটরিনার সুনাম রয়েছে। আলিনাও প্রায়শই জিমে ঘাম ঝরানোর ভিডিও দেন ইনস্টাগ্রামে। আলিনার শারীরিক মাপজোক, ৩২-২৬-৩০। ক্যাটরিনার ৩৪-২৬-৩৪।
তবে দু’জনের সবচেয়ে বেশি মিল মুখের আদলে। এক ঝলক নয়, বেশ কয়েক ঝলক দর্শনেও তাঁকে ক্যাটরিনা বলেই মনে হবে। আর সেই ভুল মাঝেমধ্যে করেন ক্যাট-এর ফলোয়াররাও।
টিকটকে মজার ভিডিও পোস্ট করেন আলিনা। সেই সব ভিডিওতে আলিনার রসবোধ প্রশংসিত হয়েছে। ফলোয়াররা বিভিন্ন ভিডিও দেখে মত দিয়েছেন, আলিনা অভিনয় মন্দ করেন না।
তবে বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীর সঙ্গে হুবহু সাদৃশ্যই যে তাঁর জনপ্রিয়তার মূল কারণ, তা মানতে অস্বীকার করেননি আলিনা। বরং অনেক সময় ক্যাটরিনার মতো সেজে ছবি পোস্ট করেন তিনি।
ক্যাটরিনার ছায়ায় থাকতে চান না বলে দাবি করলেও তাঁকে দেখে যে অনেকে ক্যাটরিনা ভেবে ভুল করেন, সে বিষয়টি উপভোগই করেন আলিনা। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই ক্যাটের ফিল্মের গানের রিল ভিডিও-ও দেন তিনি।
২০২০ সালে তাঁর ছবির কাজ শেষ করেছেন। ২০১৯ সালে যশরাজ ফিল্মসের একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন আলিনা।
এই অভিনেত্রী মনে করেন বলিউডে তাঁর পুরোদমে অভিনয় এখন শুধু সময়ের অপেক্ষা। অভিনয় করতে তিনি ভালবাসেন। আর অভিনয়ের জোরেই বলিউডে স্বনামে প্রতিষ্ঠিত হবেন তিনি।
সূত্র : আনন্দবাজার