ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে মিঠামইনের আহত একজনের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের একজন মারা গেছেন। তার নাম আনোয়ার হোসেন (৪০)। রোববার (৩ অক্টোবর ২০২১) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ার খলাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আশরাফ মাওলানা এবং পুরানবাড়ীর জামাল উদ্দিনের পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে আশরাফ মাওলানার পরিবারের আইনুল, উমর আলী, আবুল ফয়েজ, মনিরকে মিঠামইন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং হান্নান ও তাজুল ইসলামকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে পুরানবাড়ী পরিবারের আনোয়ার হোসেন, ফরিদ ও লায়েছকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেলিম, কাজল ও ডালিমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় প্রথমে হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!