ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ৮ নম্বর খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর ২০২১) বিকেল ৪টায় খেলনা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।
সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ বাদল, সম্মেলনের উদ্বোধন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, প্রধান বক্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সহসভাপতি নুরুজ্জামান, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ত্রাণ ও সসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, কার্যকরি সদস্য রামজনম রবিদাস, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক মিঠুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখসহ সম্মেলনের কাউন্সিলর ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
২য় অধিবেশনে পুনরায় সভাপতি পদে আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারকে মনোনীত করে তাদের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বাচ্চু।