আমাদের নিকলী ডেস্ক ।।
জটিল অস্ত্রোপচার পূর্ব ইউরোপের লিথুয়ানিয়ায়। এক ব্যক্তির পেট চিড়তেই পাকস্থলী থেকে মিলল বিভিন্ন ধাতু। কী নেই তাতে! নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু, ছুরি। যার ওজন এক কেজিরও বেশি। যা দেখে রীতিমতো হতচকিত চিকিৎসকেরা।
পেটে অসহ্য ব্যথার জেরে কয়েকদিন আগেই ওই রোগীকে ক্লাইপেডিয়ার বাল্টিক পোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক্স রে রিপোর্টে ওই রোগীর পেটে ধাতব বস্তুর খোঁজ মেলে। তার পরই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
জানা গেছে, অল্প কিছুদিন হলো মদের নেশা ছেড়ে পেরেক, স্ক্রুয়ের মতো ধাতব বস্তু খাওয়া শুরু করেছিলেন ওই ব্যক্তি। যদিও এমন ঘটনা প্রথম নয়। কিন্তু ওইটুকু পাকস্থলীর ভিতর এত জিনিস ধরল কী করে! সেটাই ভেবে পাচ্ছেন না চিকিৎসকেরা।
তবে তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।
সূত্র : বিবিসি, দি গার্ডিয়ান অবলম্বনে