জাহানপুর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান লুইছার রহমান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুইছার রহমান।

আশির দশক থেকে রাজনৈতিক জীবনে পা রাখা ত্যাগী নেতা লুইছার রহমান আগামী ইউপি নির্বাচনে প্রার্থীতা জানান দিতে ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন। ৮ অক্টোবর বিকেল ৪টায় বড়শিবপুর দাখিল মাদ্রাসা ময়দানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমান।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বাদল মাস্টার, কার্যকরি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী নগেন মুরমু, ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!