আমাদের নিকলী ডেস্ক ।।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি বিশ্বাস করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা উদ্বোধনী জুটি হবে শারজিল খান ও ফাখর জামানের মধ্যে। নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই অলরাউন্ডার।
আফ্রিদির মতে, ফাখর ও শারজিল যদি ইনিংসের সূচনা করেন তাহলে পাওয়ার প্লে’র ছয় ওভারের মধ্যেই ম্যাচ জিতে নিতে পারবে পাকিস্তান। এ দুই বাঁহাতি ওপেনারের ওপর অগাধ আস্থা আফ্রিদির।
ইউটিউবের লাইভ সেশনে তিনি বলেছেন, “প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। তবে আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ওপেনার হওয়া উচিত ফাখর জামান ও শারজিল খানের। এ দু’জনের একজনও যদি ক্লিক করতে পারে তাহলে ছয় ওভারের মধ্যেই ম্যাচ জিততে পারবো।”
উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই শারজিল। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে শুরুতে ছিলেন না ফাখরও। তাকে রিজার্ভ থেকে শেষ মুহূর্তে দলে নিয়েছে পাকিস্তান। এখন মূলত মিডল অর্ডারে খেলেন ফাখর। তবু এ দু’জনকেই ওপেনার হিসেবে দেখতে চান আফ্রিদি। ফাখরের বর্তমান ব্যাটিং পজিশন নিয়েও সন্তুষ্ট নন তিনি।
আফ্রিদি বলেছেন, “ফাখর জামানের ব্যাটিং পজিশন নিয়েও খুশি নই। আমি জানি না কে তাকে পাঁচ বা ছয় নম্বরে খেলতে বলেছে। কারণ সে পুরো ক্যারিয়ার জুড়ে ওপেনার হিসেবে খেলেছে। আমাদের দলে তার মতো একজন ওপেনার প্রয়োজন আছে। যে কি না প্রথম ছয় ওভারে যত বেশি সম্ভব রান করতে পারে।”