নতুন কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী ২৩ অক্টোবর নীলফামারিতে, ৩০ অক্টোবর নাটোরে, ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লায় এবং ১২ নভেম্বর কিশোরগঞ্জে জোটের উদ্যোগে জনসভা করা হবে। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর আহবান জানিয়ে বলেন, অতীতে কয়েক দফা দাম বাড়ানো হয়েছে। যা কেবল জনগণের দুর্ভোগই বাড়িয়েছে। নতুন করে দাম বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না। এর প্রতিবাদে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান তিনি।