হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ খুন

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধ খুন হয়েছেন। পুলিশ ঘাতকসহ তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ ও অন্যন্য সূত্রে জানা য়ায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের কাছুম আলীর মেয়ে কমলা বেগম (২৮)-এর সাথে একই বাড়ির রেখা আক্তার (৩৫), বৃষ্টি (১৮) ও সজিব (২৮) পুকুরে পানি নেয়া নিয়ে ঝগড়া বাঁধে। দু’পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে এক রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কাছম আলী (৬৫) উভয় পক্ষের ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রেখা, বৃষ্টি ও সজিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!