ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
“মুজিববর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুতি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রশাসনের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ।
বক্তারা প্রাকৃতিক মানুষ কর্তৃক সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন।