ধামইরহাটে আড়ানগর ইউপিতে প্রার্থী মোসাদ্দেকুরের মোটরসাইকেল শোডাউন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোসাদ্দেকুর রহমান কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

১৪ অক্টোবর বেলা ১১টায় নিজ ইউনিয়ন আড়ানগর থেকে ফতেপুর মোড় হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয় মোটরসাইকেল শোডাউনটি। পরে দলীয় কার্যালয় হতে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নপ্রত্যাশী হওয়ার লক্ষে প্রাথমিক আবেদন ফরম উত্তোলন করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মোসাদ্দেকুর রহমান।

মনোনয়ন প্রদানকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসানসহ নেতৃস্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষে কর্মী-সমর্থকদের নিয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন।

Similar Posts

error: Content is protected !!