বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের ক্ষুধার মাত্রা গুরুতর

আমাদের নিকলী ডেস্ক ।।

বৈশ্বিক ক্ষুধা সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১১৬টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে। ২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে যা ছিল ৭৫। এর অর্থ দেশে ক্ষুধা বেড়েছে। সূচকের স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে। তবে ভারত, পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের স্কোর ১৯.১। নেপালের স্কোরও একই। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২০ দশমিক ৪।

এবার ভারতের অবস্থার অবনতি হয়েছে চোখে পড়ার মতো। বিশ্বের ১১৬টি দেশের মধ্যে এবার ভারতের স্থান ১০১। গতবছর যা ছিল ছিল ৯৪। এবার পাকিস্তানের অবস্থান ৯২তম আর মিয়ানমার আছে ৭১ নম্বরে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে তৈরি করা হয়। এগুলো হলো- অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার।

Similar Posts

error: Content is protected !!