ধামইরহাটে জন্মদিন পালন করল শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম দিবস পালিত হয়েছে।

১৮ অক্টোবর বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলদার হোসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি ইনজামামুন হক সরকার শিমুল, সাধারণ সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, প্রভাষক মাজেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসেন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এহসান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!