শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ই রবিউল আউয়াল হযরত মোহাম্মাদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী যথাযগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আলোচনা সভা অনুঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহামান মোস্তা।

বিস্তারিত আলোচনা করেন, শিবগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আলমগীর হেসেন, উপজেলা পরিষদ জামে মসজিদ পেশ ইমাম মাওলানা মোঃ ইউসুফ আলী, ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা আবু সুফিয়ান।

আরো বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এইচ.এম শামীম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, আব্দুস সালাম, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সহকারী শিক্ষক আজিজার রহমান, আনিছুর রহমান, আবু সাঈদ, ওসমান গণি, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার তত্ত্বাবধায়ক একরাম হোসেন বাবু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাচন অফিসার আনিসুর রহমান।

Similar Posts

error: Content is protected !!