প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করেছি, ফের আশাবাদী : তোফা

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক ২য় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেই সাথে প্রার্থীদের বেড়েছে দৌড় ঝাঁপ। রায়নগর ১২নং ইউনিয়নের ৮নং মহাস্থান ওয়ার্ডেও একই চিত্র দৃশ্যমান রয়েছে। এ পর্যন্ত এই ওয়ার্ডে অর্ধ ডজন ইউপি সদস্য প্রার্থীকে মাঠে দেখা গেছে। এদের ভিতর বর্তমান ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা।

সোমবার বেলা ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হন। সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজসেবক এবং নেতা হিসাবে পরিচিত মো. তোফাজ্জল তোফা বলেন, “ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মেম্বার থাকাকালীন গত ৫ বছরে যথাসাধ্য চেষ্টা করেছি। এলাকার মানুষের মনেও ভালোবাসার স্থান করে নিয়েছি। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। মহাস্থান ৮নং ওয়ার্ডবাসীর জন্য বিভিন্ন অনুদান আমি আমার শীর্ষ নেতাদের কাছ থেকে যা চেয়ে তাই পেয়েছি। সেসব সুযোগ সুবিধা পেয়েছি ওয়ার্ডবাসীদের মাঝে বন্টন করেছি। ১৯৮১ সাল থেকে আমার রাজনৈতিক জীবন। শ্রমিক সংগঠন থেকে নেতৃত্ব শুরু করে ইউনিয়নের ওয়ার্ড সদস্য হিসেবে ৫ বছরে বিপুল কাজের মধ্য দিয়ে জনসেবায় এখনো নিয়োজিত।”

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের দিকনির্দেশনা অনুযায়ী ৮নং ওয়ার্ড এলাকায় রাস্তাঘাট, কালভার্ট ড্রেন সংস্কারসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। এছাড়াও সরকারের ভিজিডি, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা কার্ড সঠিক মানুষের মাঝে বিতরণ করেছি। সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। করোনাকালে আমি অনেকের সাথে সময় দিতে পারিনি। এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার সফল উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে আবারও সবার কাছে ভোট চাই।

আগামী ১১ নভেম্বর রায়নগর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। এজন্য তিনি সমর্থন চেয়ে সকলের কাছে দোয়া ও রায় প্রত্যাশা করেছেন।

Similar Posts

error: Content is protected !!