ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কর্তৃক নির্মিত শেখ কামাল টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।
২১ অক্টোবর বিকেল ৩টায় ফলক উন্মোচনের মাধ্যমে উপজেলা চত্বরে নির্মিত শেখ কামাল টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি।
উদ্বোধন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি কে এম রাকিবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী প্রমুখ।