বগুড়ার পালপাড়ায় মৃৎশিল্প ও মৌ চাষে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।

সাত দিনমেয়াদি মৃৎশিল্প ও মৌ চাষবিষয়ক ২টি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। তেলিহারা যুব সামাজিক সম্প্রীত ও উন্নয়ন সংস্থা সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের শেখেরকোলা পালপাড়ায় এর উদ্বোধন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়ার পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা (দারিদ্র্য বিমোচন ও ঋণ)-এর পরিচালক মাসুদা আকন্দ।

এসময় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে সকল বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে কোন বেকার যুবক/যুবতী চাইলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন ও ঋণ পরিচালক উপপরিচালক শাহীনুর রহমান, শেখেরকোলা ইউপির চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার কবিতা চাকি, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, জহুরুল ইসলাম, নিশি কান্তপাল, এনামুল হক,আবু সাঈদ, আব্দুর রহিম, উজ্জল কুমার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম সানি।

Similar Posts

error: Content is protected !!