ভৈরবে মালবাহী ট্রেন থেকে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রেন থেকে সাড়ে সাত কেজি গাঁজাসহ হাবুল মিয়া ওরফে হাবু মিয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হাবু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আখাউড়া থেকে মালবাহী ট্রেনে একটি মাদকের চালান ঢাকায় যাচ্ছে। সে তথ্য মতে, দিনগত রাত ২টার দিকে ভৈরব স্টেশনে মালবাহী ট্রেনটি থামিয়ে মালামাল রাখার বগি থেকে সাড়ে সাত কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় মাদক কারবারি হাবু মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

সূত্র : জা‌গো‌নিউজ২৪

Similar Posts

error: Content is protected !!