কটিয়াদীতে জলসিড়ি বাসে নারী নিপীড়ন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে জলসিড়ি এক্সপ্রেসে এক গার্মেন্টস কর্মীকে ভিড়ের মধ্যে নিপীড়ন করার প্রতিবাদ করায় একদল সন্ত্রাসী জলসিড়ি বাস কাউন্টারে হামলা করে জলসিড়ি কোম্পানির এমডি, পরিচালকসহ ৩জনকে আহত করে। কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় জলসিড়ি বাসের একজন নারীযাত্রী (২১) তার ফুফুর সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে। প্রচণ্ড ভিড়ের মধ্যে মাদকাসক্ত যুবক রাজিব মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ ঘটনা জলসিড়ি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের চোখে পড়ে। এর প্রতিবাদ করায় হামলাকারীরা জলসিড়ি বাসের এমডি মোশারফ হোসেন খোকন, পরিচালক মাহবুবউল্লাহ ও নূরুজ্জামানকে পিটিয়ে আহত করে। এ সময় সাদা পোশাকে এস.আই হুমায়ুন, এ.এস.আই আবুল কালাম ও এ.এস.আই শহীদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে দেখে পুলিশ যুবদল আহ্বায়ক হাবিবুর রহমান রাসেল (৪০), রাজিব মিয়া ও লিমন মিয়াকে গ্রেফতার করে কটিয়াদী থানায় নিয়ে আসে। জলসিড়ির এমডি মোশারফ হোসেন জানান, মেয়েকে নিপীড়ন করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা কাউন্টারে হামলা করে তিন জনকে আহত ও কাউন্টার লুটপাট করে। এ ব্যাপারে মোশারফ হোসেন বাদী হয়ে নারী নির্যাতন ও লুটপাটের ঘটনায় একটি মামলা করেন। মামলা নং২০(২৬)৩-১৬।
যুবদল নেতা হাবিবুর রহমান রাসেল বলেন, আমি কাউন্টারে হামলা করিনি। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেছিলাম। এস.আই হুমায়ুন বলেন, জলসিড়ি বাসে হামলা ও জনৈকা নারী যাত্রীকে নিপীড়ন করায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।

Similar Posts

error: Content is protected !!