ইটনায় নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ২২ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বেতেগা গ্রাম থেকে অনন্যা দেব নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের ভবতোষ দেবের মেয়ে।

ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের টিউবওয়েলের কাছে সিমেন্টের একটি বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি কামরুল।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!