আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর (সোমবার) দুপুরে বগুড়া অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার নুরনবী রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য বেলাল মন্ডল, দৈনিক ভোরের চেতনা বিশেষ প্রতিনিধি তাহেরা জামান লিপি, বগুড়া সদর প্রতিনিধি রাকিবুল হাসান শান্ত, দৈনিক প্রত্যয় বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াসিম রেজা, দূরন্ত সংবাদ মহাস্থান প্রতিনিধি আজিজুল হক বিপুল, দৈনিক মুক্তবার্তা স্টাফ রিপোর্টার শাকিকুল ইসলাম শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী পুটু প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কেটে ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে দোয়া করা হয়।