আমাদের নিকলী ডেস্ক ।।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য সংঘর্ষে চারজন বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজবাড়ীর আব্দুর রহমান, ময়মনসিংহের হুমায়ুন কবির ও যশোরের হাসান।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) শহীদুল হক নিহত তিনজনের নাম নিশ্চিত করেছেন। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দূতাবাস থেকে জানানো হয়েছে, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সহায়তায় সবার লাশ উদ্ধার করে বেনগাজি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে। পরিস্থিতি পর্যালোচনায় এবং ভিকটিমদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা দিতে লিবিয়া দূতাবাস একটি হটলাইন (+২১৮৯৪৪৬৪২১৫৪) চালু করেছে।
এ দিকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা গত শুক্রবার ত্রিপোলির একটি বাজার থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বলে দেশে তাদের স্বজনদের কাছে খবর এসেছে। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুজ্জামান রাসেল (২৪) ও মুন্সীগঞ্জের রিপন (২২)।
২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সরকার পতনের পর থেকে দেশটিতে চলছে চরম বিশৃঙ্খলা। একেক বাহিনী দেশটির একেকটি অংশের নিয়ন্ত্রণ করছে। সংঘর্ষ হচ্ছে প্রায় প্রতিদিনই।
সংঘাতময় পরিস্থিতির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশীদের জন্য লিবিয়া ভ্রমণের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।