অন্তঃসত্ত্বাকে পেঁপে খাওয়ানো হয় না কেন?

আমাদের নিকলী ডেস্ক ।।

পাকা পেঁপে হল সবচেয়ে পুষ্টিকর ফলগুলির মধ্যে একটি। কাঁচা পেঁপেও নানা গুণে ভরপুর। পাওয়াও সহজ। প্রায় সব বাজারেই বিক্রি হয়। অনেকের বাড়িতেও পেঁপে গাছ থাকে। পেঁপে খেলে নানা রোগ থেকে মুক্তি মেলে। কর্মক্ষমতা বাড়ে। তাই যে কোনও সময়ে পেঁপে খাওয়ার প্রবণতাও বেশি রয়েছে ঘরে ঘরে।

অন্তঃসত্ত্বাকে পু্ষ্টিকর খাবার খাওয়ানো জরুরি বটে। তাই রকমারি ফল-সবজি দেওয়া হয়। কিন্তু এ সময়ে পেঁপে খাওয়া নিরাপদ নয়। অন্তঃসত্ত্বাকে পেঁপে দিলে উল্টো সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। সে কথা হয়তো অনেকেরই জানা নেই।

 

কেন অন্তঃসত্ত্বাকে পেঁপে দেবেন না?

১) কাঁচা পেঁপেতে ল্যাটেক্সযুক্ত পদার্থ রয়েছে। তা গর্ভাশয় সঙ্কোচনের কারণ হতে পারে। গর্ভাবস্থায় কাঁচা বা আংশিক ভাবে পাকা পেঁপে খেলেও তাই সমস্যা হতে পারে।

২) পেঁপেতে উপস্থিত পেপসিন এবং পাপাইন ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। পেঁপে খেলে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

৩) পাপাইনের প্রভাবে প্লাসেন্টায় রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাও থাকে।

৪) পেঁপেতে থাকে দু’টি এনজাইম। সে দু’টির প্রভাবে ভ্রূণের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এ সব কারণেই অন্তঃসত্ত্বাদের কয়েক মাস পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

Similar Posts

error: Content is protected !!