কটিয়াদীতে স্বামীর সঙ্গে নামাজে দাঁ‌ড়িয়ে সেজদায় স্ত্রীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এশার নামাজের সময় উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

ফজিলাতুন্নেসা উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

মৃত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া সংবাদমাধ‌্যমকে জানান, রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না উঠালে তাকে ডাকাডাকি করলে ও সারা না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে।

তিনি বলেন, আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। সে ৮ মেয়ে ও ১ ছেলের জননী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শতশত নারী ছুটে আসেন।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!