নিকলীতে উদ্বোধন হলো কারার কামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ।।

 

“ক্রীড়া সুস্থ শরীর ও সুস্থ মননশীলতা গঠনের সহজ মাধ্যম”, “বন্ধুত্বের বন্ধনে ভ্রাতৃত্ব সীমানা ছাড়িয়ে”  স্লোগানকে ধারণ করে শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) নিকলীতে শুরু হয়েছে কারার কামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১-২০২২।

ক্রীড়া অন্তঃপ্রাণ কারার কামালের স্মৃতিকে জাগরিত রাখতে আয়োজিত “কারার কামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট” উদ্বোধন করেন নিকলীর গর্ব, বিশিষ্ট ব্যবসায়ী এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালক এম এ চৌধুরী মামুন। নিকলী গোড়াচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমির উদ্দিন।

নিকলী ব্যাডমিন্টন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলামসহ মরহুম কারার কামালের পরিবারবর্গ।

সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মিয়া হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিকলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী মানুষ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিকলী ব্যাডমিন্টন এসোসিয়েশন বনাম করগাঁও রাকিব দল। এ খেলায় করগাঁও ২-১ সেটে নিকলী ব্যাডমিন্টন এসোসিয়েশনকে পরাজিত করে।

Similar Posts

error: Content is protected !!