আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। ২৪ মার্চ (বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ের কর্মী, স্বাস্থ্য পরিদর্শকসহ ডেমিডেন ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে-জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সামিউল হাসান, টিএলসিএ আবুল হোসেন, ডেমিডেন ফাউন্ডেশনের টিএলসিএ গোলাম রব্বানী প্রমুখ।