আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ-ঢাকা (ভায়া ভৈরব) রেলপথে জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের আগে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী ট্রাক্টর চুরমার হয়ে পড়ে। এ ঘটনায় ট্রাক্টর চালকসহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী গচিহাটা রেল স্টেশনের আগে সদর উপজেলার দানাপাটুলি এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গেটকিপার কিংবা কোনো রকম সিগন্যাল না থাকায় ওই লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি বালুবাহী ট্রাক্টর। আর মুহূর্তেই কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ট্রাক্টরটি চুরমার হয়ে রেলপথের দুপাশে ছড়িয়ে পড়ে।
একই সঙ্গে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে আহত হন ড্রাইভার ও শ্রমিকসহ তিন ব্যক্তি। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। আর এমন দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত চালক-শ্রমিক এবং লণ্ডভণ্ড হয়ে পড়া ট্রাক্টরটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে।
কটিয়াদী উপজেলার গচিহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর সফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ সময় তিনি দুর্ঘটনার স্থানটি সদর উপজেলায় হওয়ায় তাদের কাছে এর বেশি কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যোগাযোগ করা হলে স্টেশনের এক কর্মচারী দাবি করেন, ট্রেন চলাচল ব্যাহত না হওয়ায় এ দুর্ঘটনার খবরটি তারা যথাসময়ে পাননি।
সূত্র : যুগান্তর