আমাদের নিকলী ডেস্ক ।।
৫০ বছর বয়সী এক নারী সাত সন্তানের মা, তিনি পালিয়ে গেছেন ২০ বছর বয়সী তরুণ প্রেমিকের সঙ্গে। ওই তরুণ তাদের ফার্মেই কাজ করতেন।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলার। ওই নারীর স্বামীর অভিযোগ, টাকা-পয়সা নিয়ে ২০ বছরের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী।
জানা গেছে, দীর্ঘ সাড়ে তিন দশকের বিবাহিত জীবন তাদের। তাদের সাতটি সন্তানও আছে। এ ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পালানোর সময় ওই নারীর স্বামীর ফসল বিক্রির সব টাকাও নিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।
ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দেরনপুরওয়ার বাসিন্দা হরিমোহন সেন পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন। ৫৫ বছর বয়সী হরিমোহন জানান, তার স্ত্রী সঞ্জু সেন তারই ফার্মের ২০ বছর বয়সী মহেশ সেনের সঙ্গে পালিয়ে গেছেন। পুলিশ যাতে তার স্ত্রীকে খুঁজে দেয় সেই আবেদন জানিয়েছেন হরিমোহন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া