নিকলীতে এসএসসি-৯১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।

গত শুক্রবার (৬ মে ২০২২) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম, নিকলীতে এসএসসি-৯১ ব্যাচের (নিকলী উপজেলাধীন সকলের) পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। “বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার নিকলী উপজেলার এসএসসি ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অতিথি ছিলেন নিকলী জি সি সরকারি উচ্চ বিদ্যালয় (সাবেক নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়)-এর প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) এম নূরুল্লাহ, এম ফরিদ উদ্দিন সহকারী শিক্ষক (পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত), শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) তাহমিনা আক্তার, নিকলী জি সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন এসএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন আহমেদ। আয়োজনের শুরুতেই মিলনমেলার আয়োজকদের পক্ষ থেকে এসএসসি-৯১ ব্যাচের বন্ধু এবং অতিথি শিক্ষকগণকে ফুল দিয়ে বরণ করা হয়।

সবার বাড়ি একই এলাকায় হওয়ার পরও পরস্পরের মধ্যে দেখা খুব একটা হয় না। তাই এই মিলনমেলায় দীর্ঘদিন পর বন্ধুদের দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আকলিমা আক্তার পাখি, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনজিল ও পাপিয়া পারভীন সাধনা উপস্থিত শিক্ষকগণের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ধর্মীয় বই তুলে দেন।

বহু বছর পর অনুষ্ঠিত মিলনমেলায় শিক্ষার্থীদের মধ্য থেকে কারার অমৃত হোসেন, রুবেল মাহমুদ (রবিন), শফিকুল ইসলাম (আনিস), পাপিয়া পারভীন সাধনা, রনজিত সূত্রধর, আব্দুল মান্নান, মামুনুর রশিদ, রফিকুল আলম মিন্টু ও তাজ উদ্দিন আহমেদ প্রমুখ প্রয়াত শিক্ষক ও বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করেন। এই পুনর্মিলনী অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর আয়োজনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে মনজিল হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, আজমল আহছান ও জসীম উদ্দিনকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে আগত সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নিকলী জি সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) এম নূরুল্লাহ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “সন্তান হলো সকলের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ। উপার্জন করে অর্থ জমানোর চেয়ে সন্তানকে ভালোভাবে গড়ে তোলার জন্য অর্থ ব্যয় করে মানুষ হিসেবে গড়ে তোলাই হলো জীবনের আসল বিষয়।”

নিকলী জি সি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) এম ফরিদ উদ্দিন তাঁর চাকুরি জীবনে শিক্ষার্থী-শিক্ষকবৃন্দের সম্পর্ক বিষয়ে গঠনমূলক জীবনাচারণ নিয়ে আলোচনা করেন। বর্তমান প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ বিদ্যালয়ে চাকরি জীবন থেকে বিভিন্ন গঠনমূলক স্মৃতি তুলে ধরেন।

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) তাহমিনা আক্তার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি আক্ষেপের সাথেই বলেন, আমি দীর্ঘদিন হলো অবসর জীবনযাপন করছি। নিকলীতেই বসবাস করছি। তারপরও যে বিদ্যালয়ে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি সে বিদ্যালয়ের কোনো সহকর্মীই আমার খোঁজখবর নেননি। তোমরা যে আমাকে স্মরণ করেছ তাতে আমি অনেক আনন্দিত ও দোয়া করি আল্লাহ তোমাদেরকে যেন সুখী করেন। প্রতিবছরই তোমরা যেন এমন মিলনমেলা করো। এতে তোমাদের যেমন দেখা-সাক্ষাত হবে তেমনি আমরাও যারা দীর্ঘদিন একসাথে চাকুরি জীবন পার করেছি তাঁদেরও দেখা-সাক্ষাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে।

আলোচনা পর্ব শেষে জুমার নামাজের বিরতি, দুপুরের খাবার গ্রহণ করেন উপস্থিত সকলে। পরবর্তীতে দ্বিতীয় পর্বে বন্ধুরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়েন। নৌকা ভ্রমণ শেষে মিলনমেলায় আগত বন্ধুদের সরব উপস্থিতির জন্য ধন্যবাদ জানান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সমন্বয়কারী মোঃ আজমল আহছান, সদস্য মনিরুল ইসলাম মনজিল। একই সাথে এমন পুনর্মিলনীর ধারাবাহিকতা বজায় রাখতে এসএসসি-৯১ ব্যাচের সকল বন্ধু আশা ব্যক্ত করেন।

Similar Posts

error: Content is protected !!