বাদল স্মরণে “এসএসসি ব্যাচ ৮৯” বন্ধুমহলের স্মরণসভা

বিশেষ প্রতিনিধি ।।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী প্রয়াত খায়রুল আলম বাদলের রুহের মাগফিরাত কামনা করে কিশোরগঞ্জের নিকলীতে “আলোচনা সভা ও দোয়া মাহফিল” করেছে “এসএসসি ব্যাচ ৮৯” বন্ধুমহল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহপাঠী, বন্ধু-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খায়রুল আলম বাদলের “এসএসসি ব্যাচ ৮৯” বন্ধুমহলের উদ্যোগে গত শনিবার (১৩ এপ্রিল ২০২৪) সকাল ১১টায় “আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হওয়া এই আয়োজনে সভাপতিত্ব করেন কারার দিদারুল আলম জুয়েল। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণ করেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজ।

আলোচনায় অংশ নেন মাদারীপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ নীরব। সহপাঠীদের মধ্যে আলোচনা ও স্মৃতিচারণ করেন বিমান বাহিনী কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিন, সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদির, সাবেক এনজিও কর্মকর্তা মোঃ নূর আলী, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদত হোসেন কাজল, দানাপাটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান লিটন প্রমুখ।

 

স্মৃতিচারণমূলক আলোচনায় উঠে আসে বাদলের ভালোলাগা, সামাজিক দায়িত্ব, সাংগঠনিক দক্ষতা, সৃষ্টিশীলতা, কর্মমুখর বহুমুখী প্রতিভার দিকগুলো। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাদের বন্ধুর পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাশুকুর রহমান ঝুটন। আয়োজনের সভাপতি কারার দিদারুল আলম জুয়েলের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৪ দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে খায়রুল আলম বাদল ইন্তেকাল করেন। তিনি নানামুখী পেশা, কর্মকাণ্ডের পাশাপাশি নিকলীকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম”-এর সম্পাদক ছিলেন। মৃত্যুকালে খায়রুল আলম বাদল মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Similar Posts

error: Content is protected !!