শহরের ধুলিয়াখাল এলাকায় অবৈধভাবে পলিথিন বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতী ধর এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইনে অভিযানকালে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এর মাঝে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন পাওয়া যায়। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
খবর বাসসের