আইসক্রিম খেয়ে ফেলায় মাকে ধরিয়ে দিতে পুলিশে কল শিশুর!

আমাদের নিকলী ডেস্ক ।।

সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের। কারণ ওই শিশুর অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন!

মার্কিন সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের। সম্প্রতি সেখানকার ৪ বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শিশুটি বলে, ‘মা খুব বাজে আচরণ করেছেন, তাকে ধরে নিয়ে যাও।’

পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে শিশুটিকে বিষয়টি খুলে বলতে বলেন। সে আবারও বলে, ‘মা অন্যায় করেছেন, এ জন্য তোমরা এসে মাকে ধরে নিয়ে যাও।’ পুলিশ কর্মকর্তা তখনো বুঝে উঠতে পারছিলেন না, আসলে ঠিক কী হয়েছে! পরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাচ্চাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল দিয়েছে সে।

শিশুটির দাবি রাখতে দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের বাড়িতে যান। তবে ততক্ষণে মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি থেকে সরে আসে শিশুটি। পরে পুলিশ কর্মকর্তারা শিশুটির জন্য আইসক্রিম নিয়ে আসেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তুলেছে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুকে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।

 

তথ্যসূত্র : CNN, police1, abcnews

Similar Posts

error: Content is protected !!