বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে “আমাদের নিকলী ডটকম”-এর উদ্যোগে বৃহস্পতিবার রমাদান ও ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম”-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) উপজেলার বিভিন্ন স্থানে কিছুসংখ্যক অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে রমাদান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদকের ব্যক্তিগত অংশগ্রহণ ও শুভানুধ্যায়ীদের পাঠানো অনুদানের শুভেচ্ছা উপহারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সেমাইসহ ঈদের দিনের খাদ্যসামগ্রী।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আজমল আহছান, বিশেষ প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আহমাদ আমিন, নিজস্ব প্রতিনিধি আব্দুল্লাহ আল মুহসীন।
নিকলী সদর ইউনিয়নের পাঁচরুখী, মীরহাটি, বড়পুকুরপাড়, দোয়ারহাটি, গোয়ালহাটি, ধূপাহাটি ও ষাইটধারে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উপহার সামগ্রী বিতরণের সময় গ্রহিতাদের মাঝে এক ধরনের আনন্দ লক্ষ করা গেছে। তারা প্রাণভরে আয়োজকদের দোয়া করেন।
এ সময় ব্যবস্থাপনা সম্পাদক উপস্থিত সবাইকে ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান। একই সাথে এই কার্যক্রমে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।