সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদিতে পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদি কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রজব আলী (৫৫), তার স্ত্রী সালমা খাতুন (৪৫) ও তাদের শিশুপুত্র সিয়াম। নিহতরা ইটনা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, বাড়ির আসবাবপত্র নিয়ে নারায়ণগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে ওই পরিবারটি কিশোরগঞ্জ যাচ্ছিল। রাত ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদি উপজেলার কদমতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় রজব আলী ও তার শিশু সন্তান সিয়াম। পরে কিশোরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যান সালমা খাতুন।
কটিয়াদি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।