লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাইয়ে বজ্রপাতে দিলু মিয়া (৪২) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। নিহত দিলু মিয়া উপজেলার বামৈ পুর্বগ্রাম মোকামহাটি এলাকর মৃত গফুর মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১১টার দিকে গরুর জন্য ঘাস কাটতে পার্শ্ববতী মাঠে যায় তিন সন্তানের জনক দিলু মিয়া। ঘাস কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে কাটা ঘাসের বোঝা নিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দিলু। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই দিন উপজেলা মুড়াকারি গ্রামে জনৈক গৃহিণী বাড়িতে বজ্রপাতে বিদ্যুতায়িত হলে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয় বলে সূত্রে জানা যায়।