বিলের ধারে

বিলের ধারে
হাবিব চিশতী

 

বিলের ধারে অতল জলে
জল ভরে গো ভর দুপুরে
কলসী কাখে বাড়ি ফিরে নতুন বধূ।
আজ দুপুরে উদাস চোখে
বধূ আমার বলল হেসে
আমার মাঝেই পেয়েছে সে
গহীন জলের স্রোতধারা
পানপিয়ালার পান্থশালা।

Similar Posts

error: Content is protected !!