আমাদের নিকলী ডেস্ক ।।
হোমওয়ার্ক করে আনেনি বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের শাস্তি দিলেন শিক্ষক! শিউরে ওঠা এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার কুরসা গ্রামে। গত ২৩ মার্চের ঘটনা হলেও, এটি অনেক পরে জানাজানি হয়।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী হোমওয়ার্ক না করে স্কুলে যায়। এই কারণে শিক্ষক তাকে স্কুলের পেছনের চত্বরে হাঁটু গেড়ে (নিল ডাউন) বসার নির্দেশ দেন।
কিছু ক্ষণ পরে শিক্ষক সেখানে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার হুমকিও দেন। সন্ধ্যা ছয়টা নাগাদ ছাত্রীটি বাড়িতে ফিরে বাবা-মাকে দেখতে না পেয়ে বাড়িতে এসে শুয়ে পড়ে। পরে শিশুটির মা ফিরে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে শিশুটির বাবা-মা। গ্রেফতার করা হয়েছে শিক্ষককে।