কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় এক এইচএসসি পরীক্ষার্থী আটক হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের পিটিআই গলির বাসা থেকে মো. শওকাতের ছেলে তৌকির আহমেদ নিলয় (১৯) নামের এই পরীক্ষার্থীকে সিআইডি পুলিশ আটক করে। সিআইডি পরিদর্শক শহীদুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল পৌনে নয়টার দিকে তাকে আটক করেন। নিলয় এবার সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
উল্লেখ্য, প্রেমঘটিত বিরোধের জের ধরে গত বছর ১৭ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কয়েক তরুণ একই এলাকার বাবুল মিয়ার ছেলে সুফলকে (১৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় সুফলকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই সে মারা যায়। এ ঘটনায় সুফলের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে সদর থানায় নিলয়সহ ১৮ জনকে আসামি করে মামলা করেছিলেন। এছাড়াও এ মামলায় রেজোয়ানুল ইসলাম মুন (১৯) এবং আক্কাস (১৯) নামে আরো দুই তরুণ আগে থেকেই কারাগারে আছে বলে জানা গেছে।