তনুকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র (ভিডিওসহ)

আমাদের নিকলী ডেস্ক ।।

তনুকে নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘আমি তনু।’ এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জেসন সোহেল। এতে তনু চরিত্রে অভিনয় করেছেন জেসমিন জেসি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আল আমিন রুবেল। ছবির পুরোটা সময় জুড়ে ক্যামেরায় একটা হাহাকার ফুটে উঠেছে। ইতোমধ্যে ‘আমি তনু’ ভিডিওভিত্তিক সোশ্যাল মিডিয়া ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৭৮ হাজার দর্শক দেখেছেন।

পরিচালক জেসন সোহেল বলেন, আপনি আমি সবাই তো মানুষ। কিন্তু মানুষ হয়ে জন্মে পশুর মতো যদি আচরণ হয় আমাদের তাহলে আমি বলব তোর জন্ম বৃথা এ পৃথিবীতে। আমরা চেয়েছিলাম তনুর মৃত্যুর আগে কিছু অজানা কথা আমাদের এ গল্পে তুলে ধরতে।

তিনি বলেন, একটা মানুষ কতটা আসা নিয়ে বেঁচে থাকে তা বোঝার ক্ষমতাই হয়তো এখনো আমাদের হয়নি। আমাদের এই ছোট্ট কাজটি তখনই সফলতা পাবে যখন আমরা তনুর মতো আর কাউকে এভাবে অকালে প্রাণ হারাতে দেব না। আমি চেষ্টা করেছি আমাদের পরাজয়ের জায়গাটা দেখানোর।

‘আমি তনু’র ভিডিও সম্পাদনা করেছেন আহমেদ শিবির। চিত্রগ্রাহক ছিলেন মোস্তাক মোরশেদ।

Similar Posts

error: Content is protected !!