কটিয়াদীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) গোলাম জাকারিয়া, সাব রেজিস্ট্রার আজাহারুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান খাঁন, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হাফিজ উদ্দিন, সাংবাদিক বেনী মাধব ঘোষ প্রমুখ। আলোচনা সভার পূর্বে এক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, রাজনিতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!