বাদরুদ্দোজা স্মরণে দোয়া মাহফিল

দৈনিক নয়াদিগন্তের কিশোরগঞ্জ সংবাদদাতা মো. আল আমিনের চাচাতো ভাই, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাওলানা লোকমান হাকিমের বড় ছেলে বাদরুদ্দোজা বাদরুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি করিমগঞ্জের গুনধর ইউনিয়নের উরদিঘী (মরিচখালি) বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, গুণগ্রাহীসহ সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

বাদরুদ্দোজা বাদরু (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বুধবার দুপুরে উরদিঘী বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। -কিশোরগঞ্জ সংবাদদাতা

badruzzaman

Similar Posts

error: Content is protected !!