নিকলীতে ট্রাক উল্টে ধান ক্ষেতে পড়ে গেছে

সংবাদদাতা ।।
গতকাল ৮ এপ্রিল শুক্রবার নিকলী-গুরুই রাস্তায় মালবোঝাই ট্রাক দুর্ঘটনার শিকার হয়।

নিকলী থেকে পণ্যবাহী একটি ট্রাক গুরুইয়ের দিকে যাওয়ার পথে ছেত্রার কাছে একটি কালভার্ট ভেঙে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। ট্রাকটিতে কয়লা বহন করা হচ্ছিলো। এ ঘটনায় কেউ হতাহত হননি।

truck_accident

Similar Posts

error: Content is protected !!