কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে “রেল বাঁচাও, যাত্রীদের অধিকার প্রতিষ্ঠা কর” এবং রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার মানিকখালী রেলওয়ে প্লাটফর্মে সিপিবি এবং বাসদ এক পথসভার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার মস্তোফা কামাল নান্দুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাসদ নেতা এড. শফিকুল ইসলাম, সিপিবি নেতা এনামুল হক, এড. হাসান ইমাম, সেলিম উদ্দিন খাঁন, শেখ জমশেদ, এরশাদ প্রমুখ। বক্তারা রেলওয়েকে আধুনিকিকরণ, ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেনসহ প্রতিটি ট্রেনে কম্পার্টমেন্ট বাড়ানোর দাবি জানান। এ সময় তারা ট্রেনের ভাড়া বৃদ্ধিরও প্রতিবাদ করেন।