সংবাদদাতা ।।
২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নিকলী উপজেলার ৭টি ইউনিয়নেও প্রার্থীরা তাদের জনপ্রিয়তা যাচাইয়ের দৌড়ে মাঠে নেমেছেন। প্রত্যেকেই নিজেদের সফলতায় পূর্ণ আস্থা নিয়ে মাঠে-ময়দানে, অলি-গলি, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের মনজয় করার চেষ্টা চালাচ্ছেন।
গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিলো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম। তিনি প্রার্থীদের ও তাদের কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ, মো. সোহাগ হোসেন, নিকলী থানার ওসি মো. মকবুল হোসেন মোল্লা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক প্রমুখ।