ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা ॥
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মে মাসের ৭ তারিখে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বিধায় দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপের শেষ ছিল না। অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়ন পত্র জমা দেন তারা।
নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭১জন ও সাধারণ সদস্য পদে ২৫৩জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আগানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাদেকপুরে ৪জন, গজারিয়া ইউনিয়নে ৭জন, শিমুলকান্দিতে ৩জন, শ্রীনগরে ৫জন, শিবপুরে ৩জন এবং কালিকাপ্রসাদ ইউনিয়নে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীল দল আ’লীগ প্রতিটি ইউনিয়নে ডেলিগেটের মাধ্যমে চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্বাচন করলেও ৭টির মধ্যে ৫টি ইউনিয়নে বিদ্রোহীরা সতন্ত্র হিসেবে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অপরদিকে বিএনপি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থীর নাম ঘোষণা করলেও একই অবস্থা দু’তিনটি ইউনিয়নে। তবে ৪/৫টি ইউনিয়নে জাতীয় পার্টি এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলের সমর্থিত প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।