একাত্তরে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ ও তার ভাই নাসিরউদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখেন।
অপর তিন আসামি হলেন, গাজী আবদুল মান্নান, হাফিজউদ্দিন ও আজহারুল ইসলাম। তবে মামলার শুরু থেকে তারা পলাতক রয়েছেন।
তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগসহ সাত ধরনের অভিযোগ রয়েছে।
আজ রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম, সুলতান মাহমুদ শিমন ও রেজিয়া সুলতানা চমন। এ সময় পলাতক আসামিদের পক্ষের ছিলেন অ্যাডভোকেট আবদুস শকুর খান। আর শামসুদ্দিন আহমদের পক্ষে ছিলেন মাসুদ রানা।
গত বছরের ১২ অক্টোবর কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ, নাসিরউদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পর আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।
সূত্র : বাজিতপুরপ্রতিদিন