আবদুল্লাহ আল মহসিন ।।
কারপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রভাব সৃষ্টি করতে পারছে না আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা। এখানে ভোটারদের মাঝে দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়ের কথা বলেছেন অনেকে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে রয়েছেন ত্বাকী আমান খান। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী আশরাফ উদ্দিন। নির্বাচনের মাঠে এরা দুজনই নবাগত। বর্তমান চেয়ারম্যান গোলাম রাব্বী সবুজ ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবার। আরো আছেন যুবলীগ নেতা হেভিওয়েট প্রার্থী দিলদার আহমদ খান পলাশ। তিনি আওয়ামীলীগ দলীয় কাউন্সিলে হেরে এখন বিদ্রোহী হয়েছেন। তার প্রতীক আনারস।
চলমান নির্বাচন নিয়ে নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কথা হয়। জানা যায়, এবারের নির্বাচন চেয়ারম্যান প্রার্থী দলীয় হলেও প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের মাঝে প্রভাব সৃষ্টি করতে হিমশিম খাচ্ছেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, রাগ-ক্ষোভের ফলে প্রার্থীদের পছন্দ করছেন না অনেকেই।
মজলিশপুর গ্রামের মোবারক মিয়া জানান, আমি যে দলের সমর্থক সে দলীয় প্রার্থী পছন্দ হয়নি। তাই বিকল্প দলীয় প্রার্থীকেই ভোট দেব। কারপাশা গ্রামের রফিকুল ইসলাম এবার প্রথম ভোটার হয়েছেন। বিএনপির সমর্থক হলেও তিনি জানালেন তার দলীয় প্রার্থী পছন্দ না। জালালপুর গ্রামের আওয়ামীলীগ সমর্থক ফালু মিয়া। পেশায় তিনি কৃষিকাজ করেন। ষাট বছর পেরিয়ে গেছে তার। বৃদ্ধ এই কৃষক আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে তার পছন্দ না হওয়ার কথা জানালেন। তিনি জানালেন, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। পর্যবেক্ষক মহল তাকিয়ে আছেন আগামী ২৩ এপ্রিল শনিবারের দিকে। দেখা যাক কি হয়।
নানশ্রী গ্রামের কামাল উদ্দীন জানান, ভোটের লড়াই শেষ পর্যন্ত নৌকা বনাম আনারসের মাঝে তীব্র প্রতিযোগিতা হতে পারে।
পড়ুন গুরুই ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : গুরুই ইউনিয়নে নৌকা আর ধানের শীষের লড়াই
পড়ুন সিংপুর ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : ত্রিমুখী লড়াই সিংপুর ইউনিয়নে
পড়ুন ছাতিরচর ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : ছাতিরচরে ভোট চাইতে খলায় খলায় ঘুরছেন প্রার্থীরা
পড়ুন জারুইতলা ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : জারুইতলায় বিদ্রোহীরা দলীয়দের বেকায়দায় ফেলতে পারেন